তোমায় কোথায় খুজি দয়াময়,
দেখা দাও, দুর কর হে সংসয়।
মন্দিরে খুঁজি, মসজিদে খুঁজি।
পাহার সাগর শশী তারকায়।
কোন আকাশে হে হয়েছ উদয়।।


নয়ন দিয়েছো সব কিছু দেখি,
অক্ষর দিয়েছ তব নাম লেখি।
দাও নি কেন তোমায় দেখা দৃষ্টি
তোমায় কি দিয়ে করিবো জয়।।


কোথায় মুখ কোন খানে চরণ
দেখিতে পাইনা বুঝিনা কারণ।
পরেছি চোখে মায়ার আবরণ
দ্বীনে করুণা করে  কর হে  ক্ষয়।।


পাশান গলে সাগর খুঁজে পায়
চাঁদ তারা রবী জ্ব্যেতিতে মিশায়,
তোমায় শরণ করি দর্পহারী
তারণ কর এ নিতাইর ভয়।।