মরমী গান।ছন্দ স্বরবৃত্ত।৪/৪/২
নিত্যানন্দ রায়।


দয়াল রে.......ও ও ও দয়াল রে.....।
সুখের আসায় ঘর বাঁধিলাম
ভব সাগর পাড়ে।
সারা জনম ভাসলাম আমি,
ঐ দুঃখের সাগরে।।


সংসারেতে সুখ ভাবিয়া
ক্রমে মায়া জালে।
ভাসলাম আমি দুঃখের খেয়ায়,
সুখ -পাইনি কোন কালে।
তারে আপন ভাবি দয়াল,
রইলাম মায়ায় পরে।।


সুখ পাইলাম না ভালোবেসে
সুখ পাইলাম না বনে।
সারা জনম খুঁজে মরলাম-
তারে"ব্যাথা ভরা মনে।
দয়ালা রে.... ও ও ও দয়াল রে....।


দিনের পরে দিন চলে যায় 'দয়াল,
রাতের পরে রাত ।
এ জীবনে আসবে কবে-
ঐ সুখ ভরা প্রভাত।
দয়াল সেই না আশায় নিতাই
রোজই কেঁদে মরে।।