পিরিত কইরা কোথায় গেলি রে বন্ধু
সে ঠিকানা তো নাই জানা।
জ্বালিয়া পিরিতের আগুন
এ বুকে দিলি রে হানা ।।


বড় কস্টে যতন করে
বান্ধি ছিলাম ঘর।
নিঠুর বন্ধু নির্দয় হইয়া
আমায় করলি পর।
দুই চোখেতে আন্ধার দেখি রে বন্ধু,
চোখ থাকিতে হইয়া কানা।।


কলঙ্কিনি হইলাম আমি
ভালবাসি তোর,
বিচ্ছেদের অনলে পোড়ে-
হৃদয় খানি মোর।
ঘুমাইলে স্বপনে দেখি
তোর পিরিতে হইয়া ফানা।।


আছেন যত নগর বাসি
একবার দেই খা যাও।
আপন জনা কেউ নাই ওরে
নাই ও বাপো মাও।
হইলাম বানের জলে ভেসে চলা রে
চঞ্চলা কচুরি পানা।।