মরমী গান।ছন্দ স্বরবৃত্ত।৪/৪
     নিত্যানন্দ রায়।


ওরে আমার পাগলা মন,
চিনলি না তুই আসল ধন।
টাকা ছাড়া এ দুনিয়ায়
কেউ নয় আপন।।


দম্ভ দর্প আর অভিমান
টাকায় আনে মান সম্মন।
যত বড় অন্যয় কর,
করে টাকায় মুশকিল আসান।
থাকে যদি পকেট ফাঁকা,
পর হয়ে যায় আপন জন।।


ভূলে, হোস্ না রে মন তুই বে সামাল,
ও তোর, হয়ে যাবে সবে পয়মাল।


টাকার পিছে জগত ঘুরে,
হই হুুল্লুর ভুবন জুরে।
রং তামাসায় টাকা উরে,
হয়ে রইলাম ভব ঘুরে।
ওরে নিতাই চিনে না রে
ও  তোর বন্ধু বান্ধব গন ।।