ভবে কারে ভাবিস আপন,
কারে ভাবিস পর।
সবে ছেরে যেতে হবে-
ঐ না মাটির ঘর।
আট আনার সম্বল-কাঁথা কম্বল,
পড়িয়া রবে ভবেতে।।


দু দিনের দুনিয়ায় করি কত অভিনয়
সাধের মানব জনম বৃথা রে করিলি ক্ষয়।
যে দিন হবে হুকুম জারী-
তোর প্রানো ধন নিবে কারী।
ছাড়িবে না ছল জবেতে।।


ওরে থাকতে সময় একবার ভেবে দেখনা মনে,
শমন করে আসা যাওয়া প্রতি দমে দমে।


কেউ কারো নয় এই দুনিয়ায়
পর কালের সাথী।
সময় হলে বুঝবি রে তুই
কবরে নাই বাতি।
ভেবে নিতাই তিলেক দন্ড
সাদ পায়না মনেতে।।