করোনার গান। নিত্যানন্দ রায়।
ছন্দ মাত্রাবৃত্ত ৬/৫


সবার ঘরে থাকা চাই রে ভাই
ঘরে থাকা চাই।
বাঁচতে চাইলে এই দুনিয়ায়
বাড়ির বাইরে যেন না যাই ।।


সে ভাইরাস ভীষন ছোঁয়াচে
ছড়ায় মানুষ মানুষের মাঝে।
এই না জিবনের বারোটা বাজে।
আক্রান্তের নিকটে গেলে ভাই।।


পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে
সজাগ থাকলে নিস্তার পাবে।


মানে না সে জাতি আর কোন কূল
ধনী গরিব ও ছিন্নমূল।
হাওয়ার ভরে  সে উড়ে চলে
চোখে দেখবার উপায় নাই।।