চলে যাও-চলে যাও আমার দুয়ার থেকে
আমি বেধেছি ঘর দুঃখের সাথে,
আজ কান্না কে সাক্ষী রেখে।।


সুখ চাওয়াতে যত কোলাহল
হারিয়েছি আমি প্রণয়ের বল।
অধরা এ ধরা ধামে ও রে-
শুধুই এসেছিলে ঘুমের ঘোরে।
যায় চলে দিন মিথ্যা স্বপ্ন দেখে।।


দিন শেষে রাত্রি এসে ধরা হয় কালো।
নি জো সাধ্য জোনাকিরা ঝাড়ে বিলি যায় আলো।
চাই না হারিয়ে মূল ধন রব ভিক্ষা থালা পেতে।


তবু ভালো কালো মাঝে আলো
তার রোদ নে চোখের জল দিয়ে
কাজল ও কুমকুম একে।।