আমার দুখের নিশি হয় না প্রভাত
নিঠুর কালা চাঁদ।
তুমি কখন ফিরে আসবে প্রান নাথ।।


ফুল বাগিচায় ফুল ফুটে রয়
প্রেম যমুনা উজানে বয়,
তোর লাগিয়া সবাই আমায়
কলঙ্কিনী কয়।
বসে আছি সাজায় কূন্ঞ্জ
রাঙ্গিয়া দুহাত।।


মন কারিয়া বাঁশির সুরে
কেন বন্ধু রইলি দুরে।
তোর বিরহে গোপি রাধা
তন্দ্রা হীন কাটবে কত রাত।।


চলেই যদি যাবে বন্ধু
কেন পরালে মালা,
এখন দিবানিশি তোমায় ভেবে
বেরে যায় জ্বালা।
একবার সদয় হয়ে নিতাইয়েরে
সখা মিঠাও মিলনের সাধ।।